24 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ইসির নতুন সচিব হুমায়ুন কবীর

ইসির নতুন সচিব হুমায়ুন কবীর

নতুন ইসি সচিব হুমায়ুন কবীর

বিএনএ, ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার। মঙ্গলবার হুমায়ুন কবীরকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সচিব মো. আলমগীরকে অবসরে যাওয়ার সুবিধার্থে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আরেকটি আদেশ জারি করে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে বদলিকৃত পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গ্রহণের সুবিধার্থে ইসির সিনিয়র সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু