25 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - জুন ১৩, ২০২৪
Bnanews24.com
Home » চসিক নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি সচিব

চসিক নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি সচিব

চসিক নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি সচিব

বিএনএ,ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)নির্বাচন সুষ্ঠু,প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি)সচিব মো. আলমগীর। এজন্য যেসব উদ্যোগ নেয়া দরকার,সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার(২৬ জানুয়ারি)রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে মো. আলমগীর সাংবাদিকদের আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেয়া। যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেন, ভোট দিতে পারেন। কেউ যেন তাদের বাধা না দেয়। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে। সেটা তারা দায়িত্ব পালন করবে।এটাই লেভেল প্লেয়িং ফিল্ড। সবার জন্য সমান সুযোগ।

তিনি বলেন,নির্বাচন সুষ্ঠভাবে করার জন্য যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন, তার সবটুকুই সেখানে নেয়া হয়েছে।যারা ওই এলাকার ভোটার না বা ভোটকেন্দ্রে এসে গণ্ডগোল করতে পারে— এ ধরনের কাজ যাতে না করতে পারে এজন্য শহরে প্রবেশের যে পথগুলো আছে সেখানে পুলিশি পাহারা থাকবে। যাতে ভোটার ছাড়া অন্য কোনো লোক ভোটকেন্দ্রে এসে গণ্ডগোল না করতে পারে বা ভোটকেন্দ্রের বাইরেও যাতে কোনোরকম আইনশৃঙ্খলার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি না করতে পারে।

ইসি সচিব বলেন, যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে ১৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে।যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে ১৮ জন করে থাকবেন এবং সেখানে অস্ত্র বেশি থাকবে। নির্বাচনের দিন ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতি দুই ওয়ার্ডের জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানান মো. আলমগীর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ