বিনোদন প্রতিবেদক : বিজ্ঞাপনের কাজ দিয়ে বছর শুরু করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রæপের একটি এনার্জি ড্রিংকস-এর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। স¤প্রতি রাজধানীর ৩০০ ফিট এবং পুবাইলের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সুমন ও জিনিয়া। সেখানে শিপন মিত্রের বিপরীতে কাজ করেছেন মডেল নিহা।
অভিনেতা জানান, ‘বছরের প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। দারুণ একটি টিম ছিল এবং কাজ করে খুব ভালো লাগল। সবাই বেশ প্রফেশনাল এবং ফ্রেন্ডলি ছিল। এই এনার্জি ড্রিংকস মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগে থেকেই চলে আসছিল। বাংলাদেশে নতুন করে আসল। ভালোভাবেই কাজ শেষ হয়েছে। আগামী মাস থেকে দেশের সব স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হবে।’
তিনি আরো বলেন, ‘প্রথম কোনো বিজ্ঞাপনে নিহা আমার সঙ্গে কাজ করেছে। খুবই ভালো কাজ করেছে। নিহাকে আমিই রেফার করেছি। ওর সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। মেয়েটা অনেক ভালো, বেশ জলি মাইন্ডের। আমার মনে হয়েছে এই বিজ্ঞাপনের জন্য ও পারফেক্ট তাই রেফার করেছি।’
নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় যাত্রা করেছিলেন শিপন মিত্র।