34 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম দফায় ১৩ জেলায় গেছে ব্যালট পেপার

প্রথম দফায় ১৩ জেলায় গেছে ব্যালট পেপার


বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে সারাদেশে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।   প্রথম পর্যায়ে ১৩ জেলায় গেছে ব্যালট পেপার পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হয়।

সরকারি মুদ্রণখানা থেকে যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে- বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলা।

ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হচ্ছে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ব্যালট পেপার পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষ পর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ