25 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১০

মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১০

মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

আটককৃতরা হলেন-বগুড়া জেলার আদমদিঘী থানার নতুন বাজার গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সোহাগ (৩২) একই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. মিন্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের নির্মল এর ছেলে তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের মো. লিয়াকত মোল্লার মেয়ে মোছা. মাবিয়া (২৫)সহ ১০ জন।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

বিএনএনিউজ.কম/আতিক/এনএএম

Loading


শিরোনাম বিএনএ