15 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

বিএনএ ডেস্ক :  গাড়ি চালাতে চালাতেই সন্তানের জন্ম দিলেন একজন মা! ঘটনাটি যুক্তরাষ্ট্রের ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ফিলাডেলফিয়ার বাসিন্দা ইয়েইরান শেরি (৩৩) ও তার স্বামী কিটিং শেরি (৩৪) তাদের তিন বছর বয়সী ছেলেকে প্রিস্কুলে দিয়ে ফিরছিলেন। অন্তঃসত্ত্বা ইয়েইরান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার মধ্যেই ইয়েইরান বুঝতে পারেন তার সন্তান প্রসবের সময় চলে এসেছে। কিন্তু রাস্তায় তখন ভীষণ যানজট ছিল।
 তবে ইয়েইরান মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেন, আর অপেক্ষা সম্ভব নয়, এখানেই হবে তার সন্তানের জন্ম।
এই অবস্থায় যে খুব শিগগিরই যে হাসপাতালে পৌঁছনো যাবে না বুঝতে পারেন তিনি। বাধ্য হয়ে হাসপাতালের গন্তব্য সেট করে গাড়িটি অটোপাইলট মোডে রেখে স্ত্রীকে সাহায্য করতে শুরু করেন কিটিং শেরি।
 
হাসপাতালে গাড়ি পৌঁছানোর আগেই ফুটফুটে একটি কন্যার জন্ম দেন ইয়েইরান। তখনও তার অ্যাম্বিলিক্যাল কর্ড কাটা হয়নি।হাসপাতালের নার্স এসে গাড়িতেই নাড়ি কাটেন। নাড়ি কাটার সময়ও ইয়েইরান চালকের আসনেই ছিলেন।
 
এদিকে, হাসপাতালের নার্সরা শিশুটির নাম রেখেছেন টেসলা বেবি। বাবা-মা অবশ্য ভাল নাম রেখেছেন মেইভ লিলি। তবে ডাক নাম রাখা হয়েছে টেস।
বিএনএ/ ওজি
 

Loading


শিরোনাম বিএনএ