বিএনএ, কুষ্টিয়া : তাদের সংসার জীবন ২৫ বছরের। ঘরে কোন সন্তান নেই। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অন্যদের বাড়ীতে গিয়ে খেয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কাউকে দাওয়াত দিয়ে নিজ বাড়িতে আনতে পারেননি তারা। তাই আত্মতুষ্টির জন্য ব্যতিক্রম এক আয়োজন করেছেন এক দম্পতি।
সম্প্রতি তাদের বাড়িতে পালিত একটি ছাগলের দু’টি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দু’টিকে খৎনা দিয়েছেন তারা। এরপর রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চা দু’টিকে। পরে এলাকাবাসীকে দাওয়াত দিয়ে খাইয়েছেন তারা।
কুষ্টিয়া জেলার কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে দিনমজুর ওহাবের বাড়িতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রায় ৩০০ স্বজন ও প্রতিবেশী দুপুরের খাবারে অংশ নেয়।
আলোচিত এ দম্পতি হলেন ওই গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম।
দম্পতি জানায়, ২৫ বছরের বিবাহিত জীবনে ঘরে কোনো সন্তান জন্ম না নেয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দু’টি বাচ্চার জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।
বিএনএনিউজ/এইচ.এম।