21 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

ক্রিকেট

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের হয়ে একমাত্র দল হিসেবে এশিয়া কাপ জিতেছেন সালমা খাতুন-জাহানারা আলমরা; যা এখনো ছেলেদের ক্রিকেটে সম্ভব হয়নি।

সবশেষ জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অজর্ন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী ক্রিকেটারদের এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে তাদের মাসিক সম্মানী বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, গত বছর ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা ভালো করেছে। এবার আমরা আরও ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিকভাবে আমরা ১০-১৫ ভাগ বেতন বাড়াই। এবার আমরা তাদের বেতন ৩৩ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি; যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।

গত ১৫ জুন বিসিবি বোর্ড মিটিংয়ে নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সালমাদের বেতন বাড়ছে ২০ শতাংশ। একই সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয় তখন। তবে এবার বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ