24 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মাফ পেলেন ২২ বছরের সাজাপ্রাপ্ত দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

মাফ পেলেন ২২ বছরের সাজাপ্রাপ্ত দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট


বিএনএ ডেস্ক:বিশেষ ক্ষমা পেয়েছেন ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই । তিনি দুর্নীতির মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন।  শুক্রবার(২৪ ডিসেম্বর) তাকে ক্ষমা করার ঘোষণা দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে ইন। ৬৯ বছর বয়স্ক পার্ক জিউন-হাই কাঁধে ও পিঠে ব্যথাজনিত অসুস্থতায় ভুগছিলেন।

নববর্ষ উপলক্ষে বেশ কয়েকজন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট মুন জায়ে ইন, যার মধ্যে রয়েছেন পার্ক জিউনও।

এর আগে ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা পার্ক জিউনকে ইমপিচ করা হয়।  দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব ছাড়তে বাধ্য করার ঘটনা এটিই প্রথম। এরপর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে তিনি ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন। এতে তার ২২ বছরের কারাদণ্ড হয়।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ