27 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় ২০ জনের প্রাণ কেড়ে নিল করোনা

২৪ ঘন্টায় ২০ জনের প্রাণ কেড়ে নিল করোনা


বিএনএ,ঢাকা:দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। বিভাগ ভিত্তিক, ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন রয়েছেন।এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩শ ৯৮ জন মারা গেছেন। মোট মৃতের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬৩৬ জন (৭৬ দশমিক ১৮ শতাংশ) ও নারী এক হাজার ৭৬২ জন (২৩ দশমিক ৮২ শতাংশ)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে দাঁড়ালো।গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ১১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬৩টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫১০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়।ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ বলে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৯ জন।দেশে গত ৮ মার্চ  প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ