18 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ করোনার প্রথম টিকা নিলেন

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ করোনার প্রথম টিকা নিলেন


বিএনএ, বিশ্ব ডেস্ক : কুয়েতের করোনার টিকাদান কার্মসূচির শুরুতে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ ফাইজারের প্রথম টিকাটি নেন। প্রধানমন্ত্রী ছাড়াও কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় নিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে।

ভ্যাকসিন গ্রহণের জন্য কুয়েতে ইতিমধ্যে ৭৩ হাজার ৭০০ জন নিবন্ধন করেছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ