22 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নিবে না তা মানব না : ডিএমপি কমিশনার

কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নিবে না তা মানব না : ডিএমপি কমিশনার

কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নিবে না তা মানব না:ডিএমপি কমিশনার

বিএনএ, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব। কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নিবে না তা মানব না।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজিবাইক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বৈঠকে একজন রিকশাচালক বলেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না তা হবে না।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকায় গলিতেও ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে আমাদের মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদেরকে সহযোগিতা করলে উপকৃত হতাম।

বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

 

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ