বিএনএ বিশ্বডেস্ক: ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার (২৫ নভেম্বর )সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান।
ইরান পূর্বে ঘোষণা করেছে যে, ২৬ অক্টোবর তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে। ইরান থেকে ১ অক্টোবর ছোঁড়া প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে সামরিক স্থাপনার তুলনামূলক কম ক্ষতি করলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে। এতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হন। ইরানের দাবি, তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়।
এদিকে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে!
বিএনএনিউজ/ আরএস/শাম্মী