বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাটের সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনায় আহত ও নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএ/ ওজি