22 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ড২০২২

আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ড২০২২

ICC Women's Cricket World Cup Qualifiers

আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ড২০২২ শুরু হবে ৪মার্চ ২০২২ এবং শেষ হবে ৩এপ্রিল। এতে সরাসরি খেলবে ৫টি দেশ-ভারত,দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ড,নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর বাছাই পর্ব থেকে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ৩দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাছাইপর্ব — এতে দুটি গ্রুপে খেলছে ৯টি দেশ। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় উপরে থাকা টপ-৩ নিয়ে খেলা হবে সুপার সিক্স প্রতিযোগিতা। সুপার সিক্স – প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ৩দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সর্বশেষ পয়েন্ট তালিকা দেখুন: 

বর্তমানে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বাছাই পর্বে খেলছে যে ৯দেশ:

 

GROUP A

No. Teams Matches Won Lost Tied No Result Points NRR
1 West Indies 1 1 0 0 0 2 +0.947
2 Sri Lanka 1 1 0 0 0 2 +0.779
3 Netherlands 1 0 1 0 0 0 -0.779
4 Ireland 1 0 1 0 0 0 -0.947

GROUP B

No. Teams Matches Won Lost Tied No Result Points NRR
1 Bangladesh 2 2 0 0 0 4 +2.728
2 Pakistan 2 1 1 0 0 2 +0.500
3 Thailand 2 1 1 0 0 2 -0.440
4 Zimbabwe 1 0 1 0 0 0 -0.160
5 USA 1 0 1 0 0 0 -5.400

As of 23 November 2021

পাপুয়া নিউগিনি শেষ মুহুর্তে নিজেদের নাম প্রত্যাহার করায় গ্রুপ এ-তে অংশগ্রহণ করছে ৪দেশ।

গ্রুপ-বিতে বাংলাদেশের অবস্থান খুবই ভাল। তারা প্রথম দু খেলায় জিতে পূর্ণ ৪পয়েন্ট অর্জন করেছে। আজ বৃহস্পতিবার(২৫নভেম্বর) বাংলাদেশ নারী ক্রিকেট দল থাইল্যান্ডের মোকাবেলা করবে। স্বাগতিক জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা ২৯নভেম্বর।

 

Loading


শিরোনাম বিএনএ