31 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : দখলকৃত বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ বলেছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকেই ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। সকালে শুধু বয়স্ক ব্যক্তিদেরকে তারা ঢুকতে দিয়েছে। কিন্তু এরপর হঠাৎ করেই সব বয়সী ফিলিস্তিনিদের জন্য মসজিদ প্রাঙ্গন বন্ধ করে দেয়। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম আল-আকসা মসজিদ বন্ধ করার ঘটনা ঘটল।

ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান। সেখানে শুধু তাঁরাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।

আল-আকসা মসজিদ হচ্ছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান।

এদিকে, দখলদার ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলের নির্বিচার পাশবিক হামলায় পাঁচ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ২৩৬০ শিশু ও  ১২৯২ জন নারী রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ