19 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় জনপ্রতিনিধিদের কর্মশালা

সাতকানিয়ায় জনপ্রতিনিধিদের কর্মশালা

ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে তিনদিন ব্যাপী ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে।

গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন উপ-সচিব যুগ্ম পরিচালক (প্রশাসন ও সমন্বয়) মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন প্রমুখ।

তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ও তফসিলসমূহ, ইউনিয়ন পরিষদ কার্যবিধিমালা, , ভবনের নকশা অনুমোদন, ভূমি ব্যবহার, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ, সরকারি ক্রয় পদ্ধতি, বাজেটের বৈশিষ্ট্য ও গুরুত্ব, বাজেট অনুশীলন, স্থানীয় সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা, কর আদায়, গ্রাম আদালতের মক ট্রায়াল, সিটিজেন চার্টার প্রণয়ন অনুশীলন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিএনএনিউজ২৪, এসএমএনকে,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ