বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজারের দরজা খুলতে না পারায় নিখোঁজের ২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ৮ শ্রমিকের মরদেহ। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ডুবে যায়।
এসময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিকরা সবাই একে অপরের আপনজন ও প্রতিবেশি। তারা পটুয়াখালী জেলার সদর থানার জনকাঠী মোল্লাবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইমাম হোসেন সন্ধ্যা ৬টায় জানান, ড্রেজারটি উল্টে যাওয়ায় সাগরের ১০ফিট নিচে তীব্র স্রোতে দরজা খোলা সম্ভব হচ্ছে না। ড্রেজারটি উপুড় হয়ে আছে। তাই দরজা খুলতে হলে এটিকে উল্টাতে হবে। ড্রেজার উল্টাতে লাগবে পাওয়ার ফুল ট্রলার। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি ট্রলারের ব্যাবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। ট্রলার পাওয়া গেলে উদ্ধার কাজ দ্রুত করা যাবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিনহাজুর রহমান জানান, একটি ট্রলারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে ৩০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে এসে পৌঁছবে। ঘটনা স্থলে ট্রলার আসলেই উদ্ধার অভিযান ফলপ্রসূ হবে আশা করছি।
বিএনএ/আশরাফ, এমএফ