খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আজ মঙ্গলবার(২৫ অক্টোবর)।মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দেশের নানা প্রান্তে। দুপুরের পর গ্রহণ শুরু হবে। তা স্পষ্ট দেখা যাবে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত গ্রহণ দেখতে পাবেন মানুষ। ভারত ছাড়া ইউরোপ, মিডল ইস্ট, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণ দেখা যাবে।
তবে কলকাতা ও বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গ্রহণের দৃশ্য না-ও দেখা যেতে পারে। আকাশ মেঘলা থাকলে সূর্য দৃশ্যমান হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গ্রহণ আন্দামান নিকোবার এবং উত্তরপূর্ব ভারতের কিছু অংশ (আইজল, ডিব্রুগর, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগার, শিলচর) ছাড়া সারা ভারতে দৃশ্য। গ্রহণ মোক্ষ (সমাপ্তি) ভারতীয় সময় অনুযায়ী সূর্য অস্তের পরে হওয়ার কারণে ভারতবর্ষে অদৃশ্য।
ভারতীয় সময় অনুযায়ী
গ্রহণ স্পর্শ (আরম্ভ)– দুপুর ২টো ২৯ মিনিট।
গ্রহণ মধ্য– বিকেল ৪টে ৩০ মিনিট।
গ্রহণ মোক্ষ (সমাপ্ত)– সন্ধ্যা ৬টা ৩২ মিনিট।
গ্রহণকাল– ৪ ঘণ্টা ৩ মিনিট।
সূত্র : আনন্দবাজার