16 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আরও ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে  ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ১৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে  গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ১৫৪  জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৬ জন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল  রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৬১ জন।

চলতি বছরে আজ পর্যন্ত  ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২২ হাজার ৬৮৮ জন  ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে  আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২১  হাজার ৭৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে   হাসপাতাল থেকে সেবা নিয়ে   বাড়ি ফিরেছে।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৭০৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি রয়েছে।  এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৮৭ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ