16 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল

রোববার চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

বিএনএ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পাচারকারীরা দেশ থেকে বিপুল অর্থ সরিয়ে নিচ্ছেন বা নেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ ওঠেছে। এর পরিপ্রক্ষিতে অর্থ পাচার বন্ধসহ টাকার নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ওইদিন ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারেননি। পরে গত ১১ আগস্ট থেকে এই টাকা তোলার সীমা বাড়িয়ে দুই লাখের পর্যন্ত করা হয়েছিল। এরপর টাকা তোলার সীমা আরেক দফা বাড়িয়ে তিন লাখের পর্যন্ত করা হয়েছিল।

রোববার (২৫ আগস্ট) থেকে অর্থ উত্তোলন সীমা আরো বাড়ানো হয়েছে। আজ থেকে ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে নগদ চার লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়মে টাকা তোলা যাবে। গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকে এক হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

গত সপ্তাহে তিন লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও আজ থেকে সেই সীমা বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ