রাঙামাটি প্রতিনিধি: খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট। রোববার (২৫ আগস্ট) সকাল ৮টার কিছু সময় পর বাঁধের গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় জানিয়েছিল, শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হয়নি। আজ রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গেটগুলো খোলা হতে পারে।
এর আগে, এক জরুরি বার্তায় গতকাল শনিবার দুপুরের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, রাঙামাটি জেলায় বৃষ্টির কারণে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শনিবার রাত ১০টার পরে সেকেন্ডে ৯ হাজার সিএফএস করে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই জরুরি বার্তায় বলা হয়, শনিবার বিকেল ৩টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে ৯ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে। সাধারণত ১০৯ ফুটের বেশি উচ্চতা হলে পানি ছাড়া হয়।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে কেন্দ্রের পাঁচ ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
সংশ্লিষ্টরা জানান, যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে, এতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না। এদিকে গতকাল কাপ্তাই হ্রদের পাশ্ববর্তী অনেক এলাকায় পানি প্রবেশ করেছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে মূলত পানি থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। পানির উচ্চতা বেশি থাকায় এই কয়েকদিনে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিএনএনিউজ২৪/ কাইমুল/এমএইচ/ হাসনা