25 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নওগাঁয় মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু

নওগাঁয় মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু

মহেশখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

বিএনএ, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার(২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীরা হলেন ভাদুরী রাণী (৬২) ও মিথি রাণী (৬৫)।  নিহত মিথি রাণী ওই গ্রামের অভি দাসের স্ত্রী ও ভাদুড়ী রাণী জয় বর্মণের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এ সময় হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামের গৃহবধূ ভাদুরাণী ও মিথি রাণী বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন। পাশের বাড়িতে  যাওয়ার পথে সুশীল সাধুর বাড়ির মাটির দেয়াল ধ্বসে তাদের উপর পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রাণীর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রাণীও মারা যান।

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। এরই মধ্যে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ