24 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অবশেষে মাহি-জেনিফার এর দ্বন্ধের অবসান

অবশেষে মাহি-জেনিফার এর দ্বন্ধের অবসান


বিএনএ, বিনোদন ডেস্ক : গত কয়েকদিন  চলচ্চিত্র পাড়ায় আর্শীবাদ সিনেমার নায়িকা মাহিয়া মাহি সাথে প্রযোজক জেনিফার এর দ্বন্ধ চরম আকার ধারণ করেছিল। দুই পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে মামলা করার হুমকি দিয়েছিল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে দুই পক্ষের সাথে আলোচনা করে সমস্যার মীমাংসা করা হয়।

এখন থেকে সিনেমার প্রচারণাতে নায়িকা মাহিয়া মাহি, সিনেমার হিরো সহ সবাই অংশগ্রহণ করবেন।

সংবাদ সন্মেলনে প্রযোজক জেনিফার বলেন, আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি ছিল তার আজ সমাধান হয়ে গেছে।

একই কথা বলেন নায়িকা মাহিয়া মাহি। সিনেমার প্রচারণায় অংশ নেয়ার কথা জানান তিনি।

মীমাংসা সভায় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সহসম্পাদক সায়মন,পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান,প্রযোজক আলিমুল্লা খোকনসহ অন্য সংগঠন এর নেতারা।

বিএনএ /রিপন রহমান খাঁন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ