26 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে আরও ২ হাজারের বেশি মৃত্যু

করোনায় বিশ্বে আরও ২ হাজারের বেশি মৃত্যু

করোনায় একদিনে ১৩৯৬ মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায়  আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও  ২ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৯ হাজার ৮৯২ জনে। নতুন করে ৭ লাখ ৩৯ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৮৭৮ জনে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

যুক্তরাষ্ট্রে একদিনে ৩৬৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৫৩২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১০ লাখ ৬৭ হাজার ৫৪৯ জন এবং শনাক্ত হয়েছেন ৯ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৮৪ জন।

জাপানে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৩৭ হাজার ৫৯৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ