18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

বিএনএ,স্পর্টেসডেস্ক :  ইউএস ওপেন থেকে ডমিনিক টিম,রজার ফেদেরার ও রাফায়েল নাদালের নাম প্রত্যাহারের পর এবার সেই তালিকায় নাম লেখালেন সেরেনা উইলিয়ামস। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঘরের কোর্টে শেষ গ্র্যান্ডস্লাম মৌসম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ২৩ বছর গ্র্যাড স্ল্যামজয়ী এই খেলোয়াড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। গত জুনে পায়ে চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

“পুরোপুরি সেরে ওঠার জন্য আমার ডাক্তার ও মেডিকেল দলের পরামর্শ বিবেচনায় নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর শহরগুলোর একটি হলো নিউ ইয়র্ক এবং খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলোর একটি-আমি সমর্থকদের খুব মিস করব তবে দূর থেকে উদযাপন করব।”

“অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। শিগগির দেখা হবে।”

শেষ গ্র্যান্ডস্লামে নামবেন বলেই, সিনসিনাটি ওপেন, টোকিও অলিম্পিকের মতো মঞ্চ থেকে নাম সরিয়ে নিয়ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। সেই পুরনো চোটই তাঁর যুক্তরাষ্ট্র ওপেনে নামার আশা শেষ করে দিল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ