বিএনএ ঢাকা: ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামি ৩১ আগস্ট পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থী।
বুধবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস প্রেরণের সময় ৩১ আগস্ট এবং এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
গত ১২ আগস্ট থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানগুলোতে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে বলা হয়েছিল। সেইসঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি পরিশোধের সময় দেয়া হয়।
গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দিতে হবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি