27 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গণটিকার ২য় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে

গণটিকার ২য় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে

ফাইজারের টিকা বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

গণটিকার ২য় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোতে (সিএমএসডি) কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,  আগামী ৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। আগের আরও ৩৫ লাখ ডোজ মজুত রয়েছে। ৭ সেপ্টেম্বরের আগে যদি সাত-আট লাখ ডোজ টিকা দেওয়া হয় তবুও গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে।

খুলশীদ আলম বলেন, এই টিকা দিয়ে আমরা ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করব। আমরা আশা করছি যাদের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে তাদের প্রত্যেককে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ