বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: নারীদের কর্মস্থলে যেতে বাধা দেবে না তালেবান। তবে বর্তমান পরিস্থিতিতে তারা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য সাময়িকভাবে তাদের কর্মস্থলে যেতে নিষেধ করা হচ্ছে। মঙ্গলবার (২৪ আগস্ট) তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বর্তমানে নারীদের বাড়িতে থাকা উচিত। তাদের চাকরি থেকে অপসারণ করা হবে না। বাড়িতে থাকলেও যথাসময়ে তারা বেতন পেয়ে যাবেন।
তালেবানের মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তারা যেন কোনো হয়রানির শিকার না হন, সেজন্যই সাময়িকভাবে তাদের কাজে না যাওয়ার কথা বলা হচ্ছে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, তারা বেশ কয়েক জন নারীর সঙ্গে কথা বলেছেন। ওই নারীরা জানিয়েছেন, তালেবানের শাসনে কাজ করার ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার খর্ব হওয়ার বিষয়ে তারা আতঙ্কিত।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর আবারও আফগানিস্তানে ক্ষমতায় এসেছে তালেবানরা। দেশটির পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি গত সপ্তাহে কাবুল দখলের পর পালিয়ে গেছেন। গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেন তালেবান যোদ্ধারা।
ব্রেকিংনিউজ/এমএইচ