বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু বাশার আলী লক্ষীপুর বোগলাউড়ি গ্রামের মিল্টন আলীর ছেলে।
পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বাশার আরও দুই শিশুর সাথে বোগলাউড়ি ঘাটে গোসল করতে নামে। এ সময় বাশার নদীতে ডুবে গেলে ওই দুই শিশু বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে দুপুর একটার দিকে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিএনএনিউজ/মো. মমিনুল ইসলাম বাবু,বিএম