18 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় ২৯ কেজি গাঁজাসহ আটক-২

চকরিয়ায় ২৯ কেজি গাঁজাসহ আটক-২


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায়  নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া  উপজেলার তাজমিয়াখোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৮) ও কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার মো.সেলিমের স্ত্রী মিনু আরা বেগম (৩৫)।

র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা মাদক কারবার করে আসছে। ওরা চট্টগ্রাম থেকে বড় একটি মাদকের চালান নিয়ে কক্সবাজার আসছে বলে তথ্য আসে আমাদের কাছে। এই তথ্য পাওয়ার পর রাত ২টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই বাসের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুটি ব্যাগে গাঁজা রয়েছে বলে স্বীকার করে। ওই ব্যাগ দুটি তল্লাশি করে পলিথিন মুড়ানো  ২৯টি প্যাকেট থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।  তাদের পিছনে একটি বড় সিন্ডিকেট রয়েছে বলে ও জানান তারা। আমরা ওই সিন্ডিকেটে কারা রয়েছে তদন্ত করছি।

তাদেরকে চকরিয়া থানায় হস্তান্তরের পর সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ