32 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৩১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ৩১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১ কেজি গাঁজাসহ  ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে  র‍্যাব-৭। মঙ্গলবার(২৫ জুলাই) এ তথ্য জানা যায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর কমুয়া চাঁনপুর গ্রামের মোঃ শামীম (২৭), একই গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (২৬), মোঃ নুরুল আহাদ (২২) এবং মোঃ জাকির হোসেন (৩৬)।

র‌্যাব- ৭ জানায়,  রোববার (২৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড় দারোগার হাট সংলগ্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ নিকটবর্তী এলাকায় পাচার করার সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ