20 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরের জট কমাতে কন্টেইনার সরানোর অনুমোদন

চট্টগ্রাম বন্দরের জট কমাতে কন্টেইনার সরানোর অনুমোদন

কন্টেইনার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জট কমাতে সব ধরনের আমদানি পণ্যবাহী কন্টেইনার ১৯টি বেসরকারি ডিপোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  রোববার (২৫ জুলাই) দুপুরে এ সংক্রান্তে দাপ্তরিক আদেশ জারি করেছে এনবিআর।

রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মেহরাজ–উল–আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বন্দরে কন্টেইনারের জট নিরসনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে বন্দর দিয়ে আমদানি হওয়া সব ধরণের পণ্যচালান বেসরকারি ডিপোতে সংরক্ষণ, আনস্টাফিং ও ডিপো থেকে খালাসের অনুমোদন দেওয়া হয়েছে। আদেশে বন্দর থেকে ডিপোতে নেওয়ার সময় স্ক্যানিং এবং বাণিজ্যিক পণ্য ডিপো থেকে খালাসের সময় শতভাগ কায়িক পরীক্ষা করার শর্ত দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এ সময় কারখানা বন্ধ থাকায় বন্দর থেকে পণ্যের খালাস অস্বাভাবিকভাবে কমে যায়। তাতে বন্দরে কন্টেইনার পণ্যের স্তুপ জমছিল। এ পরিস্থিতিতে গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেসরকারি ডিপোতে কন্টেইনার সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণে এনবিআরের হস্তক্ষেপ চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়। বন্দরের ওই চিঠির পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে আজ এ–সংক্রান্ত আদেশ জারি করল এনবিআর।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ডিপোতে কন্টেইনার সরানোর অনুমোদন দেওয়ায় এখন আপাতত বন্দরে কন্টেইনারের জট হবে না। বিধিনিষেধে যেসব কারখানা খোলা আছে, তারা পণ্য খালাস নিতে শুরু করছেন।

নিয়মানুযায়ী, বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৮ ধরনের পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের বাধ্যবাধকতা রয়েছে। বাকি পণ্য বন্দরে খালাস করতে হতো। নতুন আদেশ অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের আমদানি পণ্য ডিপোতে নিয়ে খালাস করতে পারবেন আমদানিকারকেরা।

চট্টগ্রাম বন্দরে ৪৯ হাজার কন্টেইনার রাখার ব্যবস্থা আছে। আজ রোববার পর্যন্ত ৪২ হাজার কন্টেইনার বন্দরে পড়ে ছিল। স্বাভাবিক সময়ে দিনে সাড়ে তিন হাজার কন্টেইনার খালাস হলেও ঈদের পরদিন থেকে আজ রোববার সকাল পর্যন্ত ৩ দিনে মাত্র আমদানি পণ্যবোঝাই ৩৯টি কনটেইনার খালাস নিয়েছেন আমদানিকারকেরা। এখন আমদানিকারকেরা খালাস না নিলেও তা ডিপোতে স্থানান্তর করা যাবে। তাতে বন্দরে জট কমবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর