বিএনএ, বিশ্বডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে একটি রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৫ জুন) রাজধানীর গ্রোনা লুন্ড বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবলিক ব্রডকাস্টার এসভিটি জানিয়েছে, পার্কের জেটলাইন রোলার কোস্টারটি যাত্রার সময় আংশিকভাবে লাইনচ্যুত হয়েছিল।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা পার্কটি খালি করছি এবং আমরা তদন্ত শুরু করেছি।
গ্রোনা লুন্ড এক বিবৃতিতে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪০ বছরের পুরোনো পার্কটি বন্ধ রাখা হয়েছে।
ইস্পাত-ট্র্যাকযুক্ত জেটলাইন রোলার কোস্টারটি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে কিলোমিটার ৩০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায়। এটি প্রতি বছর এক মিলিয়নেরও বেশি দর্শনার্থী পরিবহন করে।
বিএনএনিউজ/এইচ.এম।