25 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও দুইজনের মৃত্যু

করোনায় আরও দুইজনের মৃত্যু

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: দেশে করোনা ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৪৬১ জন। শনিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন।

রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ জুন সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৬ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২০ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ