20.7 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » অবশেষে সিলগালা সি প্লাস টিভি

অবশেষে সিলগালা সি প্লাস টিভি


বিএনএ, চট্টগ্রাম: নিবন্ধন ছাড়া আইপি টিভি পরিচালনা ও সংবাদ প্রচারের অভিযোগে চট্টগ্রাম থেকে প্রচারিত অনলাইনভিত্তিক চারটি টিভি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৫ জুন) দুপুরে একই সময়ে জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক চারটি অনুমোদনহীন আইপি টিভির অফিসে অভিযান চালান।

চট্টগ্রামের ওয়াসা মোড়ে মুনতাসির টাওয়ারের তৃতীয় তলায় সিপ্লাস টিভির অফিসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। এসময় সংবাদ প্রচার কাজে ব্যবহৃত ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে কার্যক্রম বন্ধ করে দেন তিনি।

একইভাবে লালখান বাজার এলাকার সানি টাওয়ারের দ্বিতীয় তলায় অফিস নিয়ে অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সংবাদ প্রচার করে আসছিলো ‘সংবাদ বাংলা’ (এসবি) নামক একটি আইপি টিভি। সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান প্রতিষ্ঠানটির ‘কথিত’ সম্পাদক আহমেদ কবির। এই কথিত চ্যানেলের অফিস থেকেও এসময় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।

অন্যদিকে জিইসি মোড়ে অবস্থিত সি ভিশন এবং সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থিত ‘টোয়েন্টিফোর টিভি’ নামে দুইটি আইপি টিভির অফিসে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অভিযান শেষে ভুঁইফোড় এই দুই আইপি টিভির অফিসের কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস দুটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, অনিবন্ধিত আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তারা  আইপি টিভি চালানোর কোনো বৈধ কাগজপত্র এই প্রতিষ্ঠানগুলো দেখাতে পারেনি। ওনারা নিজেরাই স্বীকার করেছেন তাদের কোনো লাইসেন্স নেই। দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে তারা কার্যক্রম চালাচ্ছিল।

আইনত, আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে। চট্টগ্রাম জেলায় অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলসমূহ বন্ধ করতে মহানগর ও উপজেলার অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সি ভিশনের অফিসের দেওয়া মোবাইল নাম্বারে (01729274492) যোগাযোগ করার জন্য ফোন দেওয়া হলে কোন সাড়া পাওয়া যায়নি।

বিএনএ/এমএফ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ