19 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » শাটল ট্রেনের ধাক্কায় নিহত ২

শাটল ট্রেনের ধাক্কায় নিহত ২

শাটল ট্রেনের ধাক্কায় নিহত ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রাজিয়া বেগম (৬৮) ও সাহিল (৮)। তারা দুজন নানী ও নাতি সম্পর্ক বলে জানা গেছে।

রোববার (২৫ জুন) বিকেলে নগরীর ২ নম্বর গেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে নগরীর অক্সিজেন এলাকা থেকে চবির শাটল ট্রেনের ধাক্কায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ