27 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ১১ ঘন্টা পর ময়মনসিংহ ছেড়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন

১১ ঘন্টা পর ময়মনসিংহ ছেড়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন


বিএনএ, ময়মনসিংহ: দুই দফা বগি লাইনচ্যুত হওয়ার পর এক বগি রেখেই জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ক্যাটল স্পেশাল ট্রেন ১১ ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেখে যাওয়া বগিতে ১৬ গরু রয়েছে।

শনিবার (২৪ জুন) রাত ১২ টার দিকে ক্যাটল স্পেশাল ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে পিছিয়ে গিয়ে রোববার সকালে রওয়ানা হবার পর ৮ টার দিকে একই জায়গায় আবারও লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, রোববার রাতে গরু বোঝাই ক্যাটল স্পেশাল ট্রেন-২ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। ট্রেনটি রাত ১২ টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ভোররাত ৫ টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, একই ট্রেন সকাল ৭ টা ৫০ মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই আগের জায়গায় যেতেই আবারও ট্রেনটি লাইনচ্যুত হয়। তাতে সব মিলিয়ে ১১ ঘণ্টা ওই এলাকায় আটকে থাকে ক্যাটল স্পেশাল ট্রেনটি। শেষ পর্যন্ত লাইনচ্যুত বগিটি রেখেই বেলা ১১টার দিকে ঢাকার পথে ট্রেনটি রওয়ানা হয়। রেখে যাওয়া বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনে করে রাজধানীতে আনা হবে কোরবানির পশু। জেলার ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে ছাড়বে এসব ট্রেন।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ