21 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

জাবিতে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলে ৫১ তম ব্যাচের শিক্ষার্থীদের রাতভর র‌্যাগ দেওয়ার অভিযোগ উঠে ৫০ তম ব্যাচের একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে। গত ২২ মে রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত র‌্যাগিং চলে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ পত্র দায়ের করেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। ভুক্তভোগী ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ফুয়াদ হোসেন আইন ও বিচার বিভাগ এবং আল-বেরুণী হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী সাকিব, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এনাম, একাউন্টটিং বিভাগের আশিক। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও আলবেরুনী হলের আবাসিক ছাত্র। তবে তাদের সাথে নাম না জানা আরও কয়েকজন ছিলো বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘৫০ আবর্তনের কয়েকজন শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মধ্যরাতে আমাদের গনরুমে প্রবেশ করে। এসময় তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল সহ শারিরীক নির্যাতন করে। এছাড়াও আমাদের অশ্লীল ও সামাজিকভাবে ঘৃণিত কর্মকাণ্ড করতে বাধ্য করে। শারিরীক নির্যাতনের এক পর্যায়ে ৫০ তম আবর্তনের একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এছাড়া আরেক শিক্ষার্থী উচ্চরক্তচাপ জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপরেও নির্যাতনকারিরা তাদের নির্যাতন অব্যাহত রাখে।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আশিকের ফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। অপর অভিযুক্ত এনামের ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেন নি৷

আলবেরুনী হলে প্রভোস্ট সিকদার মো. জুলকারনাইন বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)-কে জানান, ‘আমি অভিযোগের তথ্য পেয়েছি। এই অনাকাঙ্খিত ঘটনা জানা মাত্রই আমরা হলের পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে ব্যবস্থা নিচ্ছি! ঘটনার সত্যতার ভিত্তিতে আমার বিশ্ববিদ্যালয়ের আইনের আওতায় দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট আ.স.ম ফিরোজ-উল-হাসান বাংলাদেশে নিউজ এজেন্সি (বিএনএ)- কে বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী হলের অভ্যন্তরীন বিষয়। আমি হল প্রভোস্টকে এ বিষয় অবহিত করি। আমরা চেষ্টা করবো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করার।’

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ