16 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইমরান খানের লং মার্চ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ইমরান খানের লং মার্চ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ইমরান খান

বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) ডাক দেওয়া আগামীকাল বুধবার (২৫ মে) সেই লং মার্চ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট গভীর হওয়ায় নতুন নির্বাচনের দাবিতে ইসলামাবাদে ওই লং মার্চের ডাক দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের লাহোরে একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাঞ্জাবে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) ২০০ জনের বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছি।

ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালানোর সময় গুলিতে পুলিশের এক সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (২৪ মে) ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।  সংবাদ সম্মেলনে ইমরান খানের ইসলামাবাদ অভিমুখে ডাকা লং মার্চে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন তিনি।

গত মাসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান একসময়কার তারকা ক্রিকেটার ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকে সারা দেশে গণসমাবেশ করে দেশের ভঙ্গুর নতুন জোট সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন তিনি। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ ঘোষণা করেন ইমরান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ