বিএনএ, স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
টসজয়ী বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ১৫ রানের মাথায় তামিম ইকবালের আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। শুন্য রানে আউট হয়ে দেশকে চাপে ফেলেন সাকিব আল হাসান। একাই লড়ে যান মুশফিকুর রহিম। যতক্ষণ ক্রিজে ছিলেন এক প্রান্ত আগলে রেখে ১২৭ বল খেলে ১২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৮ বলে ৪১ রান করেন। শেষ পর্যন্ত ৪৮ ওভার ১ বলে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে চামিরা ও সান্দাকান তিনটি করে এবং উদানা ২টি ও হাসারাঙ্গা ১ টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৬/১০ (৪৮.১ ওভার)
মুশফিক ১২৫, রিয়াদ ৪১
চামিরা ৪৪/৩
বিএনএনিউজ/ এইচ.এম।