15 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সের মো. হেলাল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় সময় উপজেলার ৮নং চাতুরী ইউনিয়নের রুদুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলো রুদুরা গ্রামের মোহাম্মদ হাসমত আলীর পুত্র। হাসমতের দুই ছেলেমেয়ের মধ্যে হেলাল সবার ছোট।

বাবা হাসমত আলী বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হেলাল পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে আমরা উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা রুদরা গ্রামের ৪ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ