28 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - জুলাই ৭, ২০২৫
Bnanews24.com
Home » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


বিএনএ, ঢাকা : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে তারা জানতে পারেন যে, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

অধ্যাপক আমিনুল ইসলাম আরও জানান, পরীক্ষার ফলাফল আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশিত হবে। উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ