31 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম কারাগারে কয়েদির ‘রহস্যজনক’ মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির ‘রহস্যজনক’ মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির ‘রহস্যজনক’ মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সাজিব (৩২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রলিতে রঙিন গেঞ্জি পরা সজীবের মরদেহ পড়ে আছে। তার হাতে ও মুখে জখমের চিহ্ন রয়েছে।

যদিও কর্তৃপক্ষের ভাষ্য, দুপুর ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সজীবের পরিবারের দাবি, সজীব সুস্থ ছিলেন। গত সপ্তাহে তিনি তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। তাকে বেধড়ক মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে।

নগরীর কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ খলিল মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ রফিকের ছেলে মো. ফারজাদ হোসেন সজীব।

সজীবের চাচা মো. আবু তালেব বলেন, সজীবের কোনো বুকে ব্যথা ছিল না। বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে ফোন করে সজীব স্ট্রোক করেছে বলে জানানো হয়। এ সময় তার এনআইডি কার্ড আছে কিনা জিজ্ঞেস করে।

তখন তার স্ত্রী বলেন যে, প্রশ্ন করলে অপরদিক থেকে কল কেটে দেয়। কিছুক্ষণ পর আরেকটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, ‘সজীব জেলখানায় মারামারি করেছে। তিনি গোসল করার সময় এক আসামির সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ ঘটনায় ওই আসামির মাথা ফেটে গেছে। এখন সজীবকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মারধর করা হবে। তাকে অন্য জেলখানায় পাঠিয়ে দেব, আরও মামলা দেব। আপনারা তাড়াতাড়ি বিশ হাজার টাকা নিয়ে আসেন।’ পরে আবার ফোন করে জানানো হয় যে, সজীবকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আবু তালেব আরও বলেন, আমরা চমেক হাসপাতাল গিয়ে সজীবের লাশ একটি ট্রলির ওপর দেখতে পাই। পাশে একজন কারারক্ষী দাঁড়ানো। আমি কারারক্ষীকে তার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, সজীব কীভাবে মারা গেল আমি নিজেই বুঝছি না।

আবু তালেব দাবি করেন, সজীব গ্রেপ্তার হয় প্রায় আড়াই মাস। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সজীবকে কারাগারে বেধড়ক মারধর করা হয়েছে। এর ফলে তার মৃত্যু হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ সজীব স্ট্রোক করেছে বলে অন্যভাবে ঘটনা প্রবাহিত করার চেষ্টা করছে।

সজীবের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, ডাকাতি প্রস্তুতির মামলায় ফারজান হোসেন সজীব গ্রেপ্তার হন। তিনি যমুনা ওয়ার্ডে ছিলেন। আবার কারাগারের ভেতরে ক্যান্টিনে কাজ করতেন। সকালেও ভালো ছিলেন। হঠাৎ ক্যান্টিনের লোকদেরকে তিনি জানান যে তার বুকে ব্যথা হচ্ছে। পরে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ