31 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » মস্কোয় বোমা বিস্ফোরণে রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত

মস্কোয় বোমা বিস্ফোরণে রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ইয়ারোস্লাভ মোসকালিকা। শুক্রবার (২৫ এপ্রিল) রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান কমান্ডার ইয়ারোস্লাভ মোসকালিক।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রানকো বলেন, একটি ফক্সভাগেন গলফের বিস্ফোরণ ঘটে। আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার এমন এক সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ হামলার দায় স্বীকার করেনি।

যুদ্ধ শুরুর পর রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উপর একাধিকবার হামলা চালানো হয়েছে, তবে মস্কো শহরে লক্ষ্য করে এই ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা হিসেবেই বিবেচিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ