31 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন বাবা ও মেয়ে।

নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৮) ও তাদের ৩ বছরের শিশু পুত্র সৌরভ সাধু। এদিকে, আহতরা হলেন, অপূর্ব সাধু (৩৪) ও তার ৪ বছরের কন্যা শোভা সাধু।

স্থানীয়রা জানান, স্ত্রী রিতা ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা রাস্তার উপর পড়ে যান। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী রিতা ও পুত্র সৌরভ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অপূর্ব সাধু ও তার শিশু কন্যাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ জানান, বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ