26 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - মার্চ ২৬, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দুদক অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বান্দরবান জেলা পুলিশ এবং লক্ষ্মীপদ দাশের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, লক্ষ্মীপদ দাশের স্ত্রী স্কুল শিক্ষিকা সীমা দাশের মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয়ে মিরপুর মডেল থানা-২ এর পুলিশ সোমবার (২৪ মার্চ) রাতে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দুদক অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে দুদক আইন এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট পট-পরিবর্তনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে বান্দরবান ত্যাগ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ