15 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে ফেনসিডিলসহ দুই কারবারি আটক

সাভারে ফেনসিডিলসহ দুই কারবারি আটক


বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

সোমবার (২৫ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে সোমবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার মো. সজীব (২০) ও কুড়িগ্রাম জেলার মো. আল আমিন (১৯)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করতো। মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো তারা।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ