21 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে  র‌্যাব-৭। শুক্রবার(২৪ মার্চ) বিকেলে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে ।

র‌্যাব- ৭ জানায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী হতে মাইক্রোবাসে করে  ফেন্সিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছিল।এ তথ্যের ভিত্তিতে  সীতাকুন্ড থানাধীন সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশী  করে। এসময়  মোঃ আবু তাহের (৪১) নামে এক ব্যক্তিকে ২২১ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২১ হাজার টাকা।

গ্রেফতার  আসামীকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ