বিএনএ, ঢাকা : আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা এখন হচ্ছেনা। তবে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।বৃহস্পতিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এসময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কোনও ধরনের ঝুঁকির মধ্যে ফেলা হবে না বলে জানিয়েছেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, আজকে আমাদের একটা বৈঠক রয়েছে। আমরা জাতীয় কমিটির সাথেও কথা বলব। আগামীকালের মধ্যে একটা সিদ্ধান্ত জানাতে পারব।
এর আগে বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সেদিন খোলা সম্ভব নয়। শবে বরাতের সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এদিন খুলছে না।
বিএনএ/ওজি